Help Ananta For Kidney & Brain Treatment.

  • US$20.00
    Donated So Far
Help this ongoing fundraising campaign by making a donation and spreading the word.
Show more
Show less

গত আড়াই বছর আগে বেশ কিছুদিন ধরে শিশু অনন্ত রাজের জ্বরের পরে হঠাৎ করেই শরীর হাত পা,চোখ-মুখ সবকিছু ফুলে যায়,সাথে প্রসাব প্রায় বন্ধ হয়ে যায় এবং যতটুকু হচ্ছিল তা কোকাকোলার মত রং এর হচ্ছিল।হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষা করে জানা যায় ওর কিডনির সমস্যা। হাসপাতালে ভর্তি করা হয় অনন্তকে,সেখান থেকে তাকে রেফার করা হয় ঢাকা পিজি হাসপাতালে তারপর সেখান থেকে অনন্তর বাবা মা অনন্তকে ঢাকা শিশু হাসপাতালের কিডনি ওয়ার্ডে ভর্তি করে এবং সেখানে কিডনির বায়োপসি করে জানা যায় অনন্তর Nefrities C1q Nephropathy রোগ হয়েছে।ততদিনে বহু পরীক্ষা এবং বহু ইনজেকশন ব্যবহার করা হয় অনন্তর ওপর। তখন ওর বয়স আট বছর,বাবা মায়ের একমাত্র ছেলে অনন্ত, যখন ওর স্কুলে যাবার কথা যখন ওর খেলার মাঠে যাওয়ার কথা তখন ও থাকছে হাসপাতালের বেডে আর চার দেয়ালের ঘরের মধ্যে।ডাক্তারের ভাষ্য মতে অনন্তর কিডনি ড্যামেজের আগের ষ্টেজে আছে যা কিনা চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব।তত দিনে অনন্তর বাবা মা তাদের সম্পদ বিক্রি করে এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় এতদিন চিকিৎসা চালিয়ে এসেছে।অনন্তর চিকিৎসায় এ পর্যন্ত ২ টা ষ্টেরয়েড ইনজেকশন ব্যবহার করা হয়েছে,একেকটা ষ্টেরয়েড ইনজেকশন ব্যবহার করা হয় যার দাম ৪ লাখ টাকা, সাথে প্রচুর এ্যালবুমিন ইনজেকশন ব্যবহার করা হয় ৪০ টার মতন এবং অনেক এ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে।তাছাড়া প্রচুর টেষ্ট আর ফলোয়াপ তো আছেই, ফলোআপে এখন অনন্তর প্রচুর পরিমাণ ঔষধ খাওয়া লাগে, বর্তমানে বাসার বাইরে বের না হওয়া এবং প্রচুর পরিমানে ঔষধের ডোজের সাইড ইফেক্টে অনন্তর এখন কিডনির পাশাপাশি ব্রেইনেরও সমস্যা দেখা দিয়েছে।ওর আচরণ এবং কথাবার্তা অনেকটা অর্টিষ্ট্রিক বাচ্চাদের মতন হয়ে গেছে। তাই এখন অনন্তর পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক নিউরোলজি দুই ডাক্তারের চিকিৎসা চলছে।ডাক্তারের ভাষ্য মতে অনন্তর কিডনির চিকিৎসা ওর সাবালকত্ব পর্যন্ত মানে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত চলাতে হবে,সৃষ্টি কর্তা চাইলে এর ভেতরে সে সুস্থ হয়ে যাবে। বর্তমানে ওর চিকিৎসা বাবদ প্রতি মাসে কম বেশি৫০-৬০ হাজার টাকা খরচ হয়, আর মাঝে মাঝেই হঠাৎ যখন বেশি এ্যাটাক হয় তখন আবার হাসপাতালে ভর্তি থাকা লাগে এই পর্যন্ত অনন্তর চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে।এখনো ৬-৭ বছর ধরে চিকিৎসা চালাতে প্রচুর অর্থ প্রয়োজন আনুমানিক ৪০ -৫০ লক্ষ টাকার মতোন। বর্তমানে অনন্ত কে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া তে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে আগামী মাস খানেকের মধ্যে ওকে ভারতের চেন্নাইতে নেয়া হবে।

বর্তমানে অনন্তর বাবা মা তাদের গচ্ছিত সকল অর্থ সম্পদ ব্যায় করে ফেলেছে আদের এখন আর একমাত্র ছেলের চিকিৎসা চালানোর মতো ক্ষমতা নেই। তাই সকলের সম্মিলিত চেষ্টার অনুদান এবং সৃষ্টিকর্তার হচ্ছে হলেই অনন্তকে সুস্হ করা সম্ভব।তাই সকলের কাছে বিনীত অনুরোধ সবাই এই মাসুম বাচ্চার চিকিৎসা সহায়তার জন্য একটু এগিয়ে আসুন।🙏🙏🙏

বাংলাদেশের মানুষ সরাসরি অনন্তর বাবার কাছে সাহায্য পাঠাতে পারেন,সাহায্য পাঠানোর জন্য

অনন্তর বাবার এ্যাকাউন্ট নাম্বার :- 08234003002 Md.Mahadi Hasan. Bank Asia,Kushtia branch.

BKash পারসোনাল নাম্বার মো: মেহেদী হাসান :- +8801718091792

Nogod পারসোনাল নাম্বার মো: মেহেদী হাসান :- +8801911611688

কেউ অনন্তর বাবার সাথে যোগাযোগ করতে চাইলে উপরের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।

Organizer

  • MD MAHADI HASAN

Donors

  • Anonymous
  • Donated on Mar 21, 2024
$20.00

No updates for this campaign just yet

Donors & Comments

1 donors
  • Anonymous
  • Donated on Mar 21, 2024
$20.00

Followers

0 followers
No Followers Just Yet...
US$20.00
Donated So Far

Help this ongoing fundraising campaign by making a donation and spreading the word.

Not Ready to Donate?

Did you know a 10 second Facebook share raises an average of $25?

Share on Facebook